অনলাইন : ভাইরাসজনিত রোগ নিয়ন্ত্রণে কেবল সুস্থ দেহে অ্যান্টিবডি সৃষ্টির মাধ্যমে ইমিউনিটি (রোগ প্রতিরোধ) বৃদ্ধি করেই সংক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়। কাজেই কোভিড-১৯ নিয়ন্ত্রণের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি (ইমিউনাইজেশন) কেবল হার্ড ইমিউনিটির মাধ্যমে অর্জন করা সম্ভব। হার্ড ইমিউনিটি অর্জন করা হয় টিকার মাধ্যমে সুস্থ মানবদেহে অ্যান্টিবডি (রোগ প্রতিরোধ) তৈরি করে বা ওই ভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা মানবদেহে সৃষ্ট প্রাকৃতিক ইমিউনিটি থেকে; যা ওই ভাইরাসের পুনরায় আক্রমণকে প্রতিরোধ করে।
আর এই টিকা নিয়ে আমাদের মনে সৃষ্টি হয়েছে নানানরকম প্রশ্ন? কোন টিকা ভালো? কোন টিকা কতটা কার্ষকর? কোন দেশের তৈরী? সেই সব প্রশ্নের জানবো ।





0 Comments