স্টাফ রিপোর্টার
: করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে  গে‌লেন ঐ‌তিহ‌্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আনন্দ মোহন কলেজের রসায়ন বিভা‌গের প্রভাষক আমজাদ হোসেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার  রাতে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। খবরটি নিশ্চিত করেছেন কলেজের রসায়ন বিভাগের প্রভাষক আকবর আলী। তবে তিনি সোমবার রাতে হাসপাতালে মারা গেলেও মঙ্গলবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট থেকে দেয়া তথ্যে মৃত আমজাদ হোসেনের কোন তথ্য ছিল না।

জানাযায়, ক‌রোনার প‌জে‌টিভ অবস্থায় তা‌কে ঈদ-উল আযহার রা‌তেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার তার শাররীক অবস্থা গুরুতর হলে  রাত ১.৫০ মি‌নি‌টে তার মৃত্যু হয়। মৃত‌্যুকা‌লে তার বয়স হ‌য়ে‌ছিল ৩৫ বছর। প্রভাষক আমজাদ হো‌সে‌নের গ্রামের বা‌ড়ি বৃহত্তর  যশোর জেলায়।

মৃত আমজাদ হো‌সে‌নের সহকর্মীরা  জানান, আমজাদ হো‌সেন কিড‌নী রোগে আক্রানত ছিলেন।  অসুস্থ‌ অবস্থায়  ঈদের রাতে তাকে  ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করানো  হয় এবং তি‌নি ক‌রোনা প‌জে‌টিভ ছি‌লেন।

আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুল আফসার  জানান আমজাদ হোসেন করোনায় আক্রান্ত হয়ে  অসুস্থ ছিলেন এবং  গত বছর কিডনি ট্রান্সপ্লান্টও তিনি করেছিলেন।