স্টাফ রিপোর্টার
: ময়মনসিংহ   মুক্তাগাছা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামিসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পৃথক পৃথকভাবে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ : দুলাল আকন্দ বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কমলাপুর ও খাজুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতারি পরোয়ানা থাকায় কমলাপুর এলাকার বাকবর আলীর ছেলে সাইদুর (৪৫), মৃত নেকবর আলীর ছেলে বারেক (৩৩) ও খাজুলিয়া এলাকার আব্দুস ছামাদের ছেলে সোহেল (৩২), সোহরাব আলীর পুত্র ফরহাদ (২৬),নওশের আলীর ছেলে সেলিম (৩২) কে গ্রেফতার করা হয়েছে। 

তিনি আরো বলেন, এ ছাড়া ওই রাতেই মাদকসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, লক্ষীখোলা  এলাকার মৃত মোকছেদ মাস্টারের ছেলে সোহেল মিয়া এবং  মনিরাম বাড়ি গ্রামের আব্দুল ড্রাইভারের ছেলে বাহার (২৫)।  গ্রেফতারকৃত সাতজনকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।