স্টাফ রিপোর্টার: মুক্তাগাছায় জমি সংক্রান্ত বিরোধের জেরে  মৎস চাষের পুকুরে বিষ প্রয়োগ করে ৩ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। 

মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে ভোর রাত পর্যন্ত যে কোন সময় পুকুরে বিষ প্রয়োগ করা হতে পারে বলে অভিযোগকারী নুরুল ইসলাম জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহণ করেছে। 

জানাযায়, উপজেলার যাত্রাটি গ্রামের নুরুল ইসলামের সাথে তাদের পৈত্রিক সম্পত্তি নিয়ে ১৯৯৭ সালে আদালতে বাটোয়ারা মামলা হয় ইউসুফ আলী গংদের সাথে। ১৯৮৯ সালে বিজ্ঞ আদালত নুরুল ইসলাম গংদের পক্ষে ডিক্রি জারি করেন। আদালত থেকে ডিক্রি জারি করে দখল বুঝিয়ে দেওয়া হয়। তারপর থেকেই নুরুল ইসলাম গংরা জমি ভোগ দখল করে আসছে। উক্ত জমিতে ২৯ শতাংশ জমির একটি পুকুর রয়েছে। পুকুরটি নুরুল ইসলাম স্থানীয় হাবিবুর রহমান হবিকে মাছ চাষের জন্য ভাড়া দেয়। ইউনুস আলীর পুত্র চাঁন মিয়া তিন দিনের মধ্যে পুকুর খালি করে দেওয়ার জন্য হাবিবুর রহমানকে হুমকি দেয়। হুমকির দুই দিনের মাথায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে জমির মালিক নুরুল ইসলাম মুক্তাগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেন।