রিপন সারওয়ার :
ময়মনসিংহ নগরীতে কাচারি ঘাটের হিমু আড্ডা মিলনায়তনে বিএসসি ডেন্টাল এসোসিয়েশন ময়মনসিংহ আঞ্চলিক শাখার বার্ষিক সম্মেলন -২০২২ অনুষ্ঠিত হয়।
শুক্রবার ১১ মার্চ (২০২২) সকাল ১০ টায় বিএসসি ডেন্টাল এসোসিয়েশন ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক শাখার সভাপতি মোঃ আইনুল হকে'র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএসসি ডেন্টাল এসোসিয়েশন কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ সারোয়ার হোসেন ভূঁঞা। তিনি ময়মনসিংহ আঞ্চলিক কমিটির এ যাবৎকালের কার্যক্রমের সন্তুষ্টি প্রকাশ করেন। আঞ্চলিক কমিটির কর্মকাণ্ড আরো গতিশীল করার উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএসসি ডেন্টাল এসোসিয়েশন কেন্দ্রীয় সংসদের মহাসচিব উত্তম কুমার। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএসসি ডেন্টাল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মৃদুল কান্তি দাস ও শেখ হাসনাত রনি, সিনিয়র যুগ্ম মহাসচিব রাকিবুল হাসান, যুগ্ম-মহাসচিব অপু চন্দ্র মোদক ও রতন চন্দ্র দাস, সাংগঠনিক সচিব আরাফাত মোহাম্মদ এনজেল, অর্থ সচিব আশরাফুল কবীর (সোহেল) অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক মহাসচিব ইলিয়াস পারভেজ শিহাব। অথিতিবৃন্দ সংগঠনের পরিচালনা বিষয়ক খুঁটিনাটি বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।সম্মেলন এর শেষাংশে প্রধান অতিথি ময়মনসিংহ অঞ্চলের বর্তমান কমিটির বিলুপ্তি এবং মোঃ আইনুল হক'কে আহ্বায়ক এবং ইলিয়াস পারভেজ শিহাবকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি ঘোষণা করেন। অত্র কমিটিতে অন্যান্যরা হলেন যুগ্ম-আহ্বায়ক রতন চন্দ্র দাস ও দেবদূত মোদক, সদস্যরা হলেন- শুভ সাহা, সুপ্রিয়া দেবনাথ, নয়ন দাস, রাইফুল ইসলাম এবং জাহিদুল ইসলাম।
0 Comments