স্টাফ রিপোর্টার আগামীকাল সরস্বতী পূজা এই সরস্বতী পূজা কে নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে চলছে বিশেষ আয়োজন। সরস্বতীপূজা অর্চনায় যে ফুলটি না হলেই না হয় তা হলো পলাশ ফুল আর সেই ফুল এখন বিক্রি হচ্ছে মুক্তাগাছার ফুটপাতে।
দেবী সরস্বতীকে বিদ্যার দেবী বলা হয়। কথিত আছে যে, দেবী সরস্বতীর কৃপায় একজন শিক্ষার্থী পড়াশোনায় আগ্রহী হয় এবং সে পরীক্ষায় সাফল্য লাভ করে। তাই ছাত্রদের মধ্যে সরস্বতী বিশেষ গুরুত্ব রয়েছে। ছাত্র ছাড়াও অনেকেই দেবী সরস্বতী পূজা করে এবং তাঁর কৃপা পাওয়ার চেষ্টা করেন কারণ তিনি বিদ্যা ও বুদ্ধির দেবী। কিন্তু জানেন কি এমন কিছু ফুল আছে, যে ফুল নিবেদন করলে খুব খুশি হন দেবী সরস্বতী। তিনি সহজেই তার ভক্তের ডাক শুনতে পান এবং তার প্রতি কৃপা করেন। জেনে নেওয়া যাক, কেন মা সরস্বতীর পুজোয় পলাশ ফুল অপরিহার্য।
পলাশ অনেক জায়গায় তেসু নামেও পরিচিত। পৌরাণিক কথিত আছে, বিদ্যার দেবী সরস্বতী সাদা ও হলুদ রঙ-এর পোশাক পছন্দ করেন। অতএব, এই রঙের ফুল তার পুজোয় দেওয়া উচিত।
আর বসন্ত কালেই পলাশ ফুল ফোঁটে ফলে প্রাচীণ কাল থেকেই সরস্বতী পুজোয় পলাশ ফুলের ব্যবহার হয়ে আসছে। এই রীতি এখনও প্রচলিত। দেবী সরস্বতী পূজায় এই ফুলগুলো ব্যবহার করলে তারা খুবই সন্তুষ্ট হন।
পলাশ ফুল ক্রেতা দিপক (৪৫) এর সাথে কথা বলে জানাযায় মুক্তাগাছায় এখন ২ থেকে ৩ টা পলাশ ফুলের গাছ অবশিষ্ট আছে তার মধ্যে মুজাটি পৌর শ্মশান ঘাটের পাশে শতবর্ষী একটা পলাশ ফুল গাছ আছে এই গাছটিই আমাদের হাজার হাজার পূজা অর্চনাকারীদের পলাশ ফুলের চাহিদা মিটিয়ে থাকে
0 Comments