'মুক্ত স্বর এ সংবাদটি প্রকাশের পর ইউএনও আব্দুল্লাহ আল মনসুর'র নজরে এলে দ্রুত পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা নেন। সোমবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা এলাকাবাসীর সহায়তায় পানি নিষ্কাশন করেন।'

স্টাফ রিপোর্টার:  মুক্তাগাছা  উপজেলার কাশিমপুর ইউনিয়নের রঘুনাথপুর পশ্চিমপাড়া এলাকায় কালভার্ট বন্ধ করে মাছ চাষ করায় বনবাংলা থেকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের বেচুয়াখালী সংযোগ রাস্তার রঘুনাথপুর পশ্চিমপাড়া এলাকায় শফিকুলের দোকানের মোড় হতে রঘুনাথপুর পশ্চিমপাড়া জামে মসজিদ পর্যন্ত সম্পূর্ণ সড়ক পানির নিচে তলিয়ে যায়।

রবিবার মুক্ত স্বর এ  সংবাদটি প্রকাশের পর ইউএনও আব্দুল্লাহ আল মনসুর’র নজরে এলে দ্রুত পানি নিষ্কাশনের জন্য উদ্যোগ নেন। সোমবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা এলাকাবাসীর সহায়তায় পানি নিষ্কাশন করেন।

এসিল্যান্ড জানান, পুকুরের মালিকরা রাস্তা ঘেঁষে পুকুর দিয়ে পানি নিস্কাশনের ড্রেন বন্ধ করে ফেলে এতে শত শত মানুষ পানিবন্ধি হন। রাস্তা পানির


নিচে চলে যায়। স্থানীয়দের সহায়তায় পানি নিস্কাশন করা হয়। এতে মানুষের চলাচলে স্বস্তি ফিরে আসে।

দ্রুততার সাথে পানি নিষ্কাশনের উদ্যোগ নেওযায় এলাকাবাসী ইউএনও ও এসিল্যান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী।