স্টাফ রিপোর্টার :  '১ নং খাস খতিয়ানের উদ্ধারকৃত জমিগুলো হলো- মুক্তাগাছা পৌরসভায় সরকারী ভরাট পুকুরসহ ৮ একর, দুল্লা ইউনিয়নের মলাজানি মৌজায় ১৪.৮৭ একর ও ভালুকচাপড়ে ২০ শতাংশ, ঘোগা ইউনিয়নের জামগড়ে ৩.৪৫ একর, দাওগাঁও ইউনিয়নে গোদাপাড়া মৌজায় ২৫ শতাশ, কুমারগাতার সত্রাশিয়ায় ৬৩ শতাংশ ও তারাটি ইউনিয়নের শশা মৌজায় ১০১ শতাংশ'।