স্টাফ রিপোর্টার: প্রাণসংহারী ভাইরাস করোনায় ও উপসর্গে গেল ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে করোনায় ৯ ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, গেল ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় করোনায় মৃত্যু হওয়া ৯ জনের মধ্যে ময়মনসিংহ জেলার ৪ জন, টাঙ্গাইল জেলার ১ জন, জামালপুর জেলার ১ জন, নেত্রকোনা জেলার ২ জন ও শেরপুর জেলার ১ জন। আর উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া ৪ জনের মধ্যে ময়মনসিংহ জেলার ২ জন, কুড়িগ্রাম জেলার ১ জন ও গাজীপুর জেলার ১ জন।
করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার রুবেল মিয়া (৬০), ফুলবাড়িয়ার ইমান আলী (৭২), ফুলপুরের জামিলা বেগম (৬৫), মুক্তাগাছার আব্দুল কাদের (৭০), জামালপুর সদর উপজেলার নবাব আলী (৭০), নেত্রকোনা সদর উপজেলার রোকেয়া বেগম (৬৭), কেন্দুয়ার সাথিয়া বেগম (৫৫), শেরপুর সদর উপজেলার সুলতানা (৬২) ও টাঙ্গাইল মধুপুরের আব্দুস সালাম (৭৬)। এছাড়া উপসর্গ নিয়ে করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার রহিমা (৬০), আবু বক্কর (৫২), গাজীপুরের লিটন সরকার (২৩) ও কুড়িগ্রামের রৌমারী উপজেলার মো.তাইজুদ্দিন (৭৫)।
ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, মমেকের করোনা ইউনিটে ৪৪০ জন চিকিৎসাধীন আছেন। এর মধ্যে আইসিউতে আছেন ২১ জন। নতুন ভর্তি হয়েছেন ৯৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৩ জন
এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৮৫৪ টি নমুনা পরীক্ষা করে নতুন করে ২৩২ করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭.১৬ শতাংশ।


0 Comments