স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছায় জমি সংক্রান্ত ঘটনায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে আশরাফ উদ্দিন নামের একজন স্কুল শিক্ষককে পিটিয়ে জখম করেছে ।
আজ সোমবার ৬ জুলাই বেলা সাড়ে ১২টার দিকে শহরের পাড়াটঙ্গি এলাকায় সন্ত্রাসী মো: আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ চক্র এঘটনা ঘটনা ঘটায় । এঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে ।
অভিযোগ, স্থানীয় বাসিন্দা ও একটি হাইস্কুলের শিক্ষক আশরাফ উদ্দিন বাসায় অবস্থান করছিলেন । এলাকার চিহ্নিত সন্ত্রাসী মো: আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে জুয়েল, রুবেল মিয়া উভয় পিতা আবু বক্কর সিদ্দিক দা, ফালা, লাঠি, সাবলসহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় । হামালায় মারাতœক আহত আশরাফ উদ্দিনকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্ভি করা হয়েছে ।
হামলার শিকার আশরাফের বড় ভাই খায়রুল আনাম পারভেজ অভিযোগ করেন, আবু বক্কর সিদ্দিক ও তার ছেলেরা বহিরাগত অজ্ঞাত সন্ত্রাসীদের দিয়ে পরিকল্পিত এঘটনা ঘটায় । এসময় সন্ত্রাসীরা বাড়িতে থাকা লোকজনের উপরেও হামলা চালায় এবং বাড়ি- ঘর ভাংচুর ও লুটপাট নিয়ে যায় । স্থানীয় ওয়ার্ড কমিশনার আব্দুল হাকিমসহ গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন । এঘটনায় স্থানীয় এলাকাবাসীর মাঝে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে ।


0 Comments