স্টাফ রিপোর্টার: উপজেলার কাশিমপুর ইউনিয়নের রঘুনাথপুর পশ্চিমপাড়া এলাকায় কালবার্ট বন্ধ করে মৎস চাষ করায় পানির নিচে তলিয়ে গেছে পাকা রাস্তা। এতে চরম ভোগান্তিতে পরেছেন এলাকার হাজার হাজার মানুষ। 

উপজেলার কাশিমপুর ইউনিয়নের বনবাংলা থেকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের বেচুয়াখালী সংযোগ রাস্তার রঘুনাথপুর পশ্চিমপাড়া এলাকায় শফিকুলের দোকানের মোড় হতে রঘুনাথপুর পশ্চিমপাড়া জামে মসজিদ পর্যন্ত সম্পূর্ণ সড়কটি পানির নিচে তলিয়ে রয়েছে। 


জানাযায়, এলাকার মৎস ব্যবসায়ী লিটন খান কালবার্টের পানি চলাচলের গতিপথে বাঁধ তৈরি করে মৎস চাষ করছেন। এতে পানি চলাচলের কোন পথ না থাকায় পানি উপচে রাস্তার উপর চলে এসেছে। ফলে রাস্তাটি যানবাহন ও পথচারীদের চলাচলে অনুপযোগী  হয়ে জনগণের চলাচলের ভোগান্তি পোহাতে হচ্ছে পাঁচটি গ্রামের মানুষের। প্রায় প্রতিদিন রঘুনাথপুর, বনবাংলা, ভাসাপাড়া, সোনরগাঁও, মন্ডলসেন এলাকার প্রায় দশ হাজার মানুষ এ রাস্তা দিয়ে চলাচল করে থাকে। এমনকি অনেক কৃষক তাদের উৎপাদিত শষ্য এ রাস্তা দিয়ে কালিবাড়ি, গাবতলী, চেচুয়া বাজারে  নিয়ে বিক্রি করতে পারছে না। এতে চরম বিরম্বনার শিকার হচ্ছে সাধারণ মানুষ। 

এলাকাবাসী জানান, কালবার্ট বন্ধ করে মৎস চাষ করার কারনেই পানি চলাচলের কোন পথ না থাকায় এমন দূর্ভোগের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান একাধিকবার স্থানীয় জনগণ নিয়ে লিটন খানের সাথে বৈঠক করে কালবার্টের বাঁধ পানি নিষ্কাশনের ছেড়ে দেওয়ার চেষ্টা করলেও ব্যার্থ হন। এ ব্যাপারে স্থানীয় উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী।