স্টাফ রিপোর্টার: মুক্তাগাছা উপজেলার বিভিন্ন স্থানে লকডাউন কার্যকম বাস্তবায়নে কঠোর নজরদারিতে ছিল উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। ৪ জুলাই রবিবার উপজেলার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রয়েন্ট, ইউনিয়ন পর্যায় প্রয়োজন ছাড়া রাস্তা/ঘাটে চলাচল না করা, হাটবাজারে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মানতে সকাল থেকেই মাঠে প্রশাসন। তবে প্রতিদিনের ন্যায় রিক্সা ও ইজিবাইকসহ ব্যাক্তি মালিকানা ও পণ্যবাহী গাড়ি চলাচল করতে দেখা যায় সড়কে। বিনা কারণে কেউ ঘর থেকে বের হয়ে লকডাউন অমান্য ও স্বাস্থ্যবিধি লংঘন করায় অনেকেরই জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসুর জানান, আজ বিভিন্ন এলাকায় লকডাউন অমান্য করা, লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালককে এবং স্বাস্থ্যবিধি লংঘন অপরাধসমূহে মোট ১৩ টি মামলায় ৮ হাজার ৮শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, ভ্রাম্যমান আদালত পরিচালনায় সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় মোবাইল টিম মাঠে তৎপর রয়েছে এবং মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ করছেন।