স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে দেড়’শত দরিদ্র পরিবারে মাঝে পুলিশ সুপারের উদ্যোগে ১০ টাকার বাজার বিতরণ।

‘সবার রান্নাঘরে ভাতের গন্ধ ছুটুক’- এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে ১০ টাকায় বাজার বিতরণ করা হয়। ০৭ জুলাই বুধবার সকালে জেলা পুলিশ ক্লাবে ১৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে ১০ টাকায় দুই দিনের খাদ্যপণ্য তুলে দেন ময়মনসিংহ পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান।

পুলিশের নিজেদের বেতনের টাকায় ১০ টাকার বিনিময়ে পাঁচ কেজি চাল, ডাল, তেল, লবণসহ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বী, মোঃ হাফিজ উদ্দিন,ফালগুনী নন্দী,আলাল উদ্দিন, কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার, জেলা ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান, জেলা গোয়েন্দা শাখার (ডিবি ওসি) শাহ কামাল আকন্দসহ প্রমূখ।

পুলিশ সুপার করোনায় চলমান লকডাউনে দুস্থ ও কর্মহীনদের মাঝে এসব উদ্যোগে এগিয়ে আসার জন্য সমাজের বৃত্তবানদের আহবান জানান। উল্লেখ্য যে গত রমজানে চলমান লকডাউনে মানবিক পুলিশ সুপার অসহায় পথচারীদের মাঝে পাঁচ টাকায় ইফতার বিতরণ করেছিল।