স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কে মুক্তাগাছা উপজেলার বানারপার এলাকায় ট্রাক ও ব্যাটারী চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও শিশুসহ ৩ জন আহত হয়েছে।

শনিবার (১০ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার বানারপার এলাকায় ট্রাক ও ব্যাটারী চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে কাশেম (৩৫) নামের অটোরিকশা চালক নিহত হয়। নিহত কাশেম মধুপুর উপজেলার বাসিন্দা। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আহতদের পরিচয় জানা যায়নি।