বাংলাদেশ সেনাবাহিনী প্রধান  জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ  গত ৬ জুলাই  আনুমানিক  সকাল ১১ টায় ময়মনসিংহ বিভাগীয় শহর টাউন হল মোড়  লকডাউনে সেনাবাহিনী টহল  কার্যক্রম পরিদর্শন  করেন এসময় ময়মনসিংহ  বিভাগীয়  কর্মকর্তা  সহ জেলা প্রশাসনের   কর্মকর্তাদের সাথে কথা বলেন  এবং  দেশে চলমান লকডাউন  ও করোনা পরিস্থিতি নিয়ে দিক নির্দেশনামূলক  কথা বলেন