স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানি ইউনিয়নের এক নং ওয়ার্ডের পলশা গ্রামের চার রাস্তার মোড়ে সোলার ল্যাম্পপোস্ট না থাকায় দুর্ভোগে হাজার হাজার অধিবাসী । 

জানা যায়, উপজেলার গুরুত্বপূর্ণ এই স্থানটিতে রয়েছে, নাদিয়াতুল উলুম নামের একটি বৃহৎ মাদ্রাসা, একটি মসজিদ, বাসনা ঈদগাহ মাঠ , মার্কেট ছাড়াও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান । ময়মনসিংহ সদর, ফুলবাড়িয়া ও মুক্তাগাছা উপজেলার সীমান্তবর্তী সড়ক নামা কাতলাসেন, ভিটিবাড়ি , চন্দের বাজার, খেরুয়াজানি বাজারের চৌরাস্তা এই স্থান । 

অভিযোগ উঠেছে, সন্ধ্যা হলেই এখানে নেমে আসে ঘুটঘুটে অন্ধকার। বাতাসের শনশন আর ঝিঁঝি পোকার শব্দে গা ছমছম করে পশম দাঁড়িয়ে যাওয়ার উপক্রম । ভয়ে থাকেন শিশুরা  । কাছেই অর্থাৎ ৫শ’ গজ সংলগ্ন স্থানে জয়বাংলা মোড় নামে একটি অখ্যাত স্থানে ২টি সোলার স্থাপন করা হয়েছে । অথচ সেখানে একটি হলেই চলে । 

স্থানীয় মাদ্রাসার প্রধান শিক্ষক মো. শামছুল হক ও শিক্ষক  মো. আরশাদুজ্জান বাবুল জানান, সোলার ল্যাম্পপোস্ট চেয়ে ইউপি চেয়ারম্যানের কাছে বারবার আবেদন নিবেদন করেছি । 

ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মাজহারুল এর সাথে যোগাযোগ করা হলে, তার মোবাইল বারবার বন্ধ পাওয়া যায় ।