ষ্টাপ রির্পোটারঃ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বানারপার এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার চারিপাড়া গ্রামের মৃত রশিদের ছেলে সেলিম (৩০), একই গ্রামের কাশেম আলীর ছেলে সবুজ (২৩), লালমিয়ার ছেলে অন্তর (১৮)। আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সেলিম নিহত হন। অপর দুইজনকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রাক ও তার চালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।

0 Comments